হ্যারিকেন জ্বালাইয়া আন্ধার রাইতে,
কার পথ চাইয়্যা বইস্যা আছে বউ!
এ্যাতো রাত হইয়ে গ্যালো তবু স্বোয়ামী-
ফিরলো না বাড়ী; পরাণডা কান্দে তার।


সেই কবে শহরে গেছিলো, কইছিলো-
চিন্তা করিস না; ছুটি হইলেই আমু,
লালশাড়ী, আলতা-স্নো আইনা দিমুনে।
এ্যাতোদিন যে গেলো, ছুটি কি অইলো না!


মনের মধ্যে, কু-ডাক ডাকে সারাক্ষণ,
কতো কি ভাবে, দুঃখিনী বৌ, একলা ঘরে!
দেওরডায়, চোখ মাইরা ঈশারায়-
কি য্যান কয়, বুঝবার পারে না তাও!


পরাণডা কি-যে চায়, কেউ তা বুঝে না,
একলা নয়াল-বৌ, চোখ মুছে আন্ধারে।
---------------------- ০ --------------------
৭ জুলাই ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯, ৭ জিলহজ্ব ১৪৪৩, বৃহস্পতিবার, দুপুর:০২:২৩, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)