তারপর রাত পোহালে যখন
একটা মুচকি হাসি দিয়ে বলো গুড মর্নিং ডিয়ার,
কি যে ভাল লাগে চেয়ে থাকি,
ওই মুখের দিকে। কেমন করে বা পারো এতসব।


এইতো ডিউটি, তারপর ক্লাশ-
পড়ার চাপ, নিজের ছোট খাট কত কিছু সামলে,
ঠিকঠাক ওষুধপত্র খেয়ে নিতে
তবু মোটেই মন খারাপ নেই। কি হাসিখুশী থাক।


পোড়া মনের ভিটায় ডাকলে,
সেখানেও সতেজ সবুজ বৃষ্টিভেজা বৈশাখী কচিপাতা,
সারা রাত  আদরে সোহাগে
আষাঢ়-শ্রাবন শুকনো নদীতে ঝির ঝির স্রোতধারায়।


খুব মনে পড়ে যখন কাছে থাকো না, ইচ্ছে করে
আরো কাছে বুকের মধ্যে ফুলবনে প্রজাপতি হও।
=========  ==========
১৪ অক্টোবর ২০১৬, শুক্রবার, রাত: ০৮:২৪ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited