(তোমার কথা মনে হলো তাই)


না, তোমাকে দেখে  বিস্মিত হবার মত তেমন কোন যুক্তিসঙ্গত কারনও ছিল না,
সবাই অমন করেই হাসে, মিষ্টি কথা বলে
আর সুযোগ পেলে মিছরীর ছুরির মতো
দুইধারে নাড়ী কাটে। ক্ষরণ কেউ দেখতে পায় না ও বুকের মধ্যেই হয় যা হবার।


বাড়ীতে আনুষ্ঠানিক পর্বশেষে এতটা পথ অতিক্রম করে এসে বেশ হাফিয়ে উঠলে
চোখ মুখ দেখে বুঝা যাচ্ছিল মনের মধ্যে
ব্যক্তিগত কোন ঝড়ের তান্ডব চলছিল
তবু দাঁড়ালে, হাসলে, হাসালে, কথা বললে বেশ মনের মাধুরীতে। ভাল লাগলো।


ওদের পথ ভিন্ন হওয়ায় পাশাপাশি হাঁটতে হলো বেশ খানিকটা দু’জনে রোদে পুড়ে,
তারপর আমারও পথ হলো অন্যদিকে
দেখা হবে বলেই যে যার পথে চললাম
আদৌ কোনদিন দেখা হবে তেমন কোন নিশ্চয়তা নেই. ও সব প্রচলিত কথার কথা।


যারা আসে আর চলে যায়, কিছু না কিছু ফেলে যায়। সেইসব স্মৃতিকণা কুড়িয়ে রাখি,
যখন মনে পড়ে, মন কেমন কেমন করে, একলা নিরালে আলো আঁধারিতে বসে দেখি।
======== ===============
১৪ নভেম্বর ২০১৬, সোমবার, রাত: ০৯:৫৩ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited