ওটা বুঝি না, এটা বুঝি না, কিচ্ছু যেন বুঝি না,
কথায় বলে ‘বেশী বুঝা ভাল না’ কিন্তু মোটেই যদি না বুঝি তাহলে
পথ চলতে হুচোট খেতে হয় রীতিমত জলকাদায়,
তাও অনেক সময় বুঝি না, শুধু বুক ভিজাই বিরহী অশ্রু বাদলে।


তুমি যদি প্রশ্ন করো কেন এমন হয় , জবাবটা
দিতে পারি না কারন তা ও তো বুঝি না, অথচ কেমন কেমন যেন
বুকের মধ্যে হাহাকার আর শূণ্যতার অনুভুতি
বেশ ভাবিয়ে তোলে। অগনিত প্রশ্ন কানে বাজে জানি না ঠিক কেন!


তুমি চোখ তুলে তাকালেও বুঝি না কি যেন
বলতে চাও, উড়না টেনে টেনে ঠিক করো কি বুঝাও তাও বুঝি না,
মুচকি হাসি দাও তাও বুঝি না হাসির মানে
অথচ তোমার কাছে ছুটে যেতে মন চায় ক্লান্তিতে, কেন তা জানি না।


রূপসীর রূপের রোশনাই কি যে বলে বুকের মধ্যে ধুক ধুক আওয়াজ,
পাশ ফিরে বুকে চেপে নেই কোলবালিশ রোজ রাতে আমার ঋতুরাজ।
============= =============
১৫ নভেম্বর ২০১৬ , মঙ্গলবার, রাত: ০৯:০৫ মিনিট (+৩
Unauthorized use or reproduction for any reason is prohibited