মনে রাখবার মতো গুরুত্বপূর্ণ বিষয়টাও আজকাল খুব সহজে
মনে রাখতে ভুুলে যাই,
আর ভুলে যাওয়ার মতো বিষয় ভুলতে তো জুড়ি মেলা ভার
কি লাভ মায়া বাড়িয়ে“!


উড়াল দেওয়া পাখী পোষ মানে না, ফিরেও আসে না; উড়ে যায়
নীল,কালো ছায়া পড়ে,
ও তা ভেবেও দেখে না কতটা স্মৃতিপালক ঝরেছে বাসি বিছানায়
নজরে ভাসে কষ্টকুলে।


চলে যেতে যেতে যারা ফিরে ফিরে চায়; ও মন থেকে মোটেই নয়
ছলচাতুরীর চৌষট্টিকলা,
নিছক প্রতারনা বলা যেতে পারে। সবই নাট্যমঞ্চে পাকা অভিনয়
চোখ বুজলে বুঝা যাবে।


চূড়ান্ত ঘুমের আগে একটু ঘুমিয়ে নিতে চা্ই; এখন আর ডেকো না,
শীত পড়তে শুরু করেছে; চোখের বৃষ্টিতে বরফ জমছে বেশ ভাল।
=============  ===============
২৯ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার, সকাল: ০৫:৩৫ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited