একদিন দূর থেকে ডেকে যাবো
হলুদ পাখী কিম্বা কোন এক
কালো কোকিলের মোহন কুহুতানে
হয়তো শুনবে না;
ঘুম ভাঙ্গবে না সেই রাতে,-
ক্লান্ত শরীরে নিদ্রামগ্ন হবে যখন
যাবতীয় সব ভুলে।


কদমের ডাল থেকে ঝরে পড়বে
গোলাকার মখমল হলুদ ফল
বকুলের মালা হাতে হেঁটে যাবে
কিশোরী কোন এক
বিকেলের রৌদ্রছায়ায়
কারো জন্য থাকবে অপেক্ষায়।


সন্ধ্যার আগে পাখীরা ফিরবে ঘরে
হাঁসেরা ডাকবে রাতের প্রার্থনায়
ফড়িংয়েরা ঘুমাবে গাছের ডালে,
দেয়ালে ঘড়িটির পাশে;
টিক টিক শব্দে কাটবে প্রহর।


আমাদের যাবতীয় সুখ-দুঃখ নীরবে
শেকড় ছাড়বে
মনের মর্মমূলে
বেদনার স্রোত কুলকুল বয়ে যাবে
বুকের নদীতে;
রাতের রেল হুইসেল দিয়ে ছেড়ে যাবে
এক জংশন থেকে অন্য জংশনে
অপেক্ষার প্রহর গুনে গুনে
ফিরে যাবে চাতক,-
চাতকীর পথ চেয়ে বিষন্নতায়।


এই ডাক তখনও পৌঁছাবে না
ওই কর্ণগহ্বরে;
ফিরে যাবো,-
জানি ফিরে যেতে হবে সেদিনও
ব্যর্থবাসনার তীক্ষ্ন ফলার মতো
নির্মম আঘাতে আঘাতে
অসংখ্য কাঁচা ক্ষত বুকে নিয়ে।


আর কোনদিন ডাকবে না হয়তো,
জানি-
তবু একদিন
ডেকে যাবো একা একা
এক ভিন্ন অচীন পথে
আপনার মনে।
------------------ ০ ----------------
২৩ জানুয়ারী ২০২৩, ৯ মাঘ ১৪২৯, ৩০ জমাদিউস সানি ১৪৪৪, সোমবার, সন্ধ্যা:০৭:৪৯, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)