এক কাপ রং-চা
না থাক, এলাচ দারুচিনি লং লেবু
এসবের ঝামেলা বরং থাক।


একটু সাদা চা হলেই চলবে-
তবে চিনি নয়;
শুধু একটু দুধ গুলে দিলেই চলবে.-


আয়েশ করে চুমুকের পর চুমুক
তারপর চুমুক আর চুমুক।


ঠুন ঠান থাক না;
সাজগোজ কি প্রয়োজন!


চুড়ির রিনিঝিনি
মন আনচান, উথাল-পাথাল করে;
বরং খোলাচুল পিঠের উপর ছড়ানো;
পিঠখোলা ব্লাউজ-
আঁচল পড়ে থাক;
উড়ুক উলট-পালট বাতাসে।


হাসিমুখে চলে এসো
বকুল যেমন সুঘ্রাণ ছড়ায় বাতাসেে
এসো গুনগুন গানের সুর তুলে
বুকের ঠিক পাশটায়।


ওখানে সবুজ গালিচা
বিছিয়ে রাখবো; শিশিরচুম্বিত শিহরণ।
মুক্তোদানা হেমস্বপ্ন চন্দ্রচূড়
দূর নীলিমায়,


কল্পলোকে ঘুরবো
হাতে হাত গুঁজে-
নীবিড় হতে হতে লীন হবো
হৃদয়ে হৃদয়ে স্পন্দিত।


আর কিছু নয়-
প্রাণের পানপাত্রে ডুবিয়ে দেবো
প্রাণ; আর প্রাণের উল্লাসে-
হাসির প্রভায় আলোকিত হবে
বুকের গহীন দুঃখতিমির।


এইসব দিনরাত্রি বদলে দিয়ে
সমুখে বাড়াবো পা-
দু’হাত বাড়িয়ে বাঁধবো আলিঙ্গণে
পরাণে পরাণ।


ঠোঁটের পোষ্টারে আঁকবো
রঙ্গিন আলপনা-
বুকের উপত্যকায় ঝরবে ঝর্ণা
গভীর গহ্বরে ভিজিয়ে দূর্বাদল
ফুটাবে রক্তপদ্ম প্রেমস্নাত।
------------------ ০ ----------------
০২ নভেম্বর ২০২২, ১৭ কার্তিক ১৪২৯, ০৬ রবিউস সানি ১৪৪৩, বুধবার, বিকাল:০৪:৫৪, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)