দশক আগের এক নিবিড় পরবাসে...
বোকা মেয়েটা গল্প লিখতে বসে...
অভিমান কে ঝর্না লিখে শেষে...
প্রেম মিশল ভৈরবী তে এসে...
তারপর তার গলার চন্দ্রহারে...
তার ওই পোষা চাঁদটা এসে বসে...
শরীর জুড়ে অনেকখানি আলো...
শব্দ গুলোর চোখ ঝলসে গেল...


ছেলেটি তখন মৃদঙ্গভেলায় ভেসে
মাঝির সাথে গল্প করছে হেসে...
মাঝির কাছে জানতে চাইল
পরিযায়ীরা কোন সময়ে আসে!
মাঝি বলল বিষাদ ভরা চোখে...
তারা এখন পরবাসের শখে...


তখন, গল্প গুলো গাছের গায়ে লেগে...
ডালের মধ্যে পরিযায়ীর মত...
পরবাসের যন্ত্রণাকর শীতে...
গোপন করে ডানা কাটার ক্ষত...
গল্প গুলোর জীবন গুলো শেষে...
টুকরো হয়ে হাওয়ার মধ্যে মেশে...
আজও ওরা পরিযান ভালোবাসে
পরবাস গুলো ভীষন সর্বনেশে!