চাতুর্য
খাতুনে জান্নাত
...

শুনতে কি পাও ঘাসের কান্না
যখন কারো হাত পাথর চাপার খেলা খেলে
ঘাসের রাজ্যে কিটেরও কানামাছি...

সময় চলছে অশ্বের পিঠে
তাই তো এখনো হাভাতের দল লাইনে দাঁড়ায়
কোন সুড়ং পথে চলে যায় চেতন পাখির দল
প্রশ্নবোধক চিহ্ন ঝুলে থাকে বিবেকের করিডোরে

সুদীর্ঘ যানজটে ঘর্মাক্ত পিথাগোরাস
জ্যামিতির ত্রিকোণ ত্রিশূল হয়েই
জেসাসের বুকে বিঁধে:
শামিয়ানায় ঘুমায় চতুর ...