যুগান্তর

(কবি মুনিরা চৌধুরীকে)
খাতুনে জান্নাত
...............................................

স্পর্শাতুর বৃষ্টিতে লিখে রাখি যুগান্তর বিভা

কালে কালে উত্তরের ঘরে পৌঁছে যাবো

বাতাসের উরুছোঁয়া সূর্যমুখী

কচুরিপানার বিলে বেগুনী বিদ্রোহ

ছায়া মায়া রোদের আয়নায় রাখা জ্বলন, দহন;

আবেগের সেতার

নিপুন বাজবে সম্পর্কের ঝড়-দাবানলে...

জন্মান্ধতার ডোবায় ডুবে থাকা ঐতিহ্যের গাঢ় আবাহন

প্রেমের দুর্ভিক্ষ কালে হে মনীষা উন্মেষ,

স্বার্থহানিকরতার হাত– খুলে রাখো রুগ্নতার লিপি

এ যুগ, কাল, অন্ধতা অমায় থাকুক ছন্নছাড়া ঘরে প্রণয়ের হ্যান্ডকাফ

ভোটের উন্নাসিকতায় ভাগাভাগি, পেট্রোল বোমা আর ভগ্নতার জঞ্জির

কত প্রাণ হেলে পড়ে প্রাণের ডোর থেকে

জনক জননী ছুঁয়ে থাকে মৃত সন্তানের হাত।


ছুটছ কোথায়

প্রতিদিন মৃত অক্ষর ও মৃতের মিছিল

অষ্টেপৃষ্ঠে ক্ষত আর ক্ষতির লাভা

প্রেমের আনন্দ ঘরে শুয়ে থাকে নাগিনী ও ডোম

এসবই ভাঙতে হয়

জন্মে জন্মে মায়ের উদর ফুঁড়ে পৃথিবীর ললাট থেকে

মুছে দিতে তস্করের ছাপ…

এ জন্ম তোমার ইচ্ছায় নয়

ইচ্ছার ও অধিক কোন গূঢ়তর বিশালতা তুমি ছুঁতে পার

পৌঁছুতে পার অপেক্ষার খোলা  দেউড়িতে...

.............