কোনো একদিন হারিয়ে যাব
অচিনপুরের সেই দেশেতে,
কোনো একদিন খুঁজে পাব
তোকে মোর এই আঙ্গিনাতে।
কোনো একদিন বাঁধবো বাসা
তোমার হৃদয় মন্দিরেতে,
কোনো একদিন দেখবে মোরে
তোমার নদীর ওই পারেতে।
কোনো একদিন চাইবে মোরে
চাইবে তোমার খুব কাছেতে,
কোনো একদিন খুঁজবে মোরে
তোমার নদীর সেই কুলেতে।
কোনো একদিন আসব কাছে
থাকব তোমার বুকের মাঝে,
আদর দেবে দুহাত ভরে
সাজাবে মনের মতো করে,
ভালবাসবে সারাটি বেলা
চলবে শুধুই মনের খেলা,
থাকবেনা আর কোনো বেদনা
কোনো ব্যাথা,কোনো যাতনা।
সারাজীবন থাকবে পাশে
রাখবে মোরে ভালোবেসে,
ভুলে যাব সব দুঃখ
ভালবাসায় ভরাবো বক্খ।
থাকব তোমার কথায় গানে
তোমার মনের মধ্যেখানে।
কোনো একদিন সপ্নগুলো
সত্যি হয়ে পরবে ঝরে,
কোনো একদিন পাব তোমায়
পাব তোমায় নিজের করে।
কোনো একদিন আসবে তুমি
আসবে শুধুই মোর লাগিয়া,
কোনো একদিন দেখবো তোমায়
আশায় থাকি তাই জাগিয়া।
দেখব তোমায় দুচোখ ভরে
বাঁধবো ভালোবাসার ডোরে,
বুক বেঁধে যায় আশায় আশায়
মেতেছি আজ পাওয়ার নেশায়।
তোমার লাগি গাঁথছি মালা,
আশায় থাকি সারাটি বেলা।
যখন আসবে মোর দুয়ারে
ডাকবে মোরে আসতে করে,
ছুটে গিয়ে খুলব দ্বার
পরাবো তোমায় সেই মণিহার,
চেয়ে থাকব মুখের পানে
ভরাবো তোমায় মোর গানে,
ভাসাবো সেদিন প্রেমের ভেলা
তোমার আমার চলবে খেলা।
আসবে সেদিন আসবে জানি
স্বপ্নগুলো সত্যি হবে,
সেই আশাতে বুক বেঁধেছি
কোনো একদিন পাওয়া যাবে।