এই প্রেমও একদিন হয়ে যাবে ম্লান
আজ যে ব্যাকুল প্রেমিক কাল তার
প্রেম হবে ভুলে যাওয়া গান।

             এই ছবি একদিন হয়ে যাবে ছাই
            বরফের স্মৃতি বুকে পাতারা চলে যাবে
             নতুন সবুজে ফিরে আসবে কোকিল।

আজকের তোমার চায়ের চুমুক, ঠোটের ভাজে
যত আনন্দই জমুক;কাল হিমে যাবে জমে।
সময়েরা নিখুত হিসাবে পাশাপাশি
কাল বাসি আজকের ভালবাসাবাসি।

               গহীনে কি থাকে না গতকালের চোখ?
               তারা হাওয়া হয়ে চুলে ভেসে
               শব্দ হয়ে কোলাহলে
               তাপ হয়ে হৃদয়ে
               কথা হয়ে মনে আছে,
               তবে?

ছাই হয়ে উড়ে গেলে,দাবানল নিভে গেলে
আজ যে প্রেম আবেগ তার টলেমলে দিন
কাল হবে হোক তবু ম্লান
যেখানে থাকার থাকুক যাচিত বা অযাচিত হয়ে
একটি ফুলের ঘ্রাণ।