অন্ধকারের বর্ণ পরিচয়
 

অন্ধকার বুকে নিয়ে আকাশ
এক ভয়াল সাপের মত অপেক্ষায়.....
 

আলো বলতে এক ঝাঁক জোনাকি
উন্নাসিক নক্ষত্রগুলো
 

ইচ্ছামৃত্যুর শয়ানে কুরুক্ষেত্রে পড়ে আছি
সাতান্ন দিন, অন্তিম আগামীকালের অপেক্ষায়.....
 

ঈশ্বর একজন ছিল।
আমরা তাকে তাড়িয়ে দিয়েছি কারমাটার।
 

উল্কাপাতের মত মনে হল-
সাথে চারিদিকে শয়তানের উৎপাত।
 

ঊনিশ শ’ একাত্তরের কথা জানে না
গান্ধী মূর্তির সামনে অবস্থানকারী যুবক-যুবতীরা
 

ঋণদাস হয়েও পৃথিবীর সাথে
চিরকাল নেমক হারামি করে গেলাম। ছিঃ
 

একটা কালো প্যাঁচা উড়ে গিয়ে নিমগাছে বসলো
পেলাম অস্থায়ী নিরাপত্তা
 

ঐক্য নেই, ছিল না, হবেও না
অন্ধকারাচ্ছন্ন প্রলয় সমাসন্ন।
 
পালাবার কোন পথ নেই।