চক্রী
 
ঘটনাচক্রে কিছু ঘটে। চক্রী তখন বেপাত্তা। কুশীলবরা সাজঘরে মুখের রঙ তোলে। রঙহীন মুখগুলো ফিস ফাস করে, আমরা তো ঘটাইনি।
 
চরিত্রগুলো অনেক মহড়ার পর কুশীলবদের আপন সত্ত্বা কেড়ে নেয়। অর্থের বিনিময়ে। অনর্থপাতের পিছনে তো ঈশ্বরের দোহাই নেই।
 
কোন এক ঈশ্বরের চরিত্র ছিল। সামান্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাজ বদলে সে এখন মাটন চাপ খাচ্ছে। নিজের পকেট খালি করে।
 
চালানের বাটিটা তার গায়েই এসে লাগবে। বেপাত্তা, না ঘরেই তার বসত?


পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🍂🍂