হারাবে?
ঠিকানাহীন কোন ঠিকানায়!
যার নেই কোন প্লট, ব্লক, রোড বা সেক্টর
নেই কোন ডাকঘর বা টেলিফোন নম্বর?
যে মাঠে কোন দর্শক নেই, হয়নি কখনো ক্রিকেট খেলা
তুমি আমি মিলে হাতধরাধরি করে কাটাবো সারাটা বেলা।
কখনো দৌড়ে কখনো হেটে কখনো গেয়ে কখনো ধেয়ে
আমার বুকে ঘুমিয়ে পড়বে তুমি অবশেষে ক্লান্ত হয়ে  
আকাশে তারারা মিটিমিটি হেসে জেগে রবে পাহারায়
আমিও না হয় জেগেই রবো স্বচ্ছন্দ জাগরণী আচ্ছন্নতায়!
চুম্বনে আরক্তিম কপোল তোমার সোনা রোদে হেসে উঠবে
তুমি জেগে উঠে বলবে প্যারাডাইজ হ্যাভেনে আনলে কবে?


বলবে!
এ যে নয় অচেনা  
ঠিকানাহীন নয়তো এ ঠিকানা
জন মিল্টন আর রবীন্দ্রনাথের যে এ ঠিকানা অনেক চেনা
পথ ভুলে যখন নিয়েই এসেছো, স্হায়ী আবাসন ছেড়ে
তোমাকেও ছেড়ে আমি আর কখনো কোথাও যাবোনা।