মূল কবিতা: কবি হযরত মাওলানা জালালুদ্দিন রুমি (রঃ)


যখনি তুমি নাচো, নেচে ওঠে মহাবিশ্বব্রহ্মাণ্ড।
তোমাকে ঘেরা রাজ্যগুলো নৃত্যাছন্দে অবিরাম আত্মহারা।


তোমার চিন্ময় সত্তা মুষ্টির দৃঢ়তা হারায়
তোমার বিষন্ন বদনখানা বিকীর্ণ করে
আমার করতালি আর মৃদঙ্গ ধ্বনীতে
তুমি পত্তন করো ঘুর্ণন আবর্তন অনিবার lll