বলেতো দিয়েছো, দেখবো কতদিন সঙ্গে থাকো
দিব্যি করে বলছি চীরকাল পাশে পাশেই রবো;
আমার হবে পঁচিশ তোমার দিন চব্বিশ ঘন্টা হলে
গুলিয়ে ফেলবে জগতে সবকিছু তুমি হিসাবের গরমিলে।
সপ্তাটা সাতদিনে হলে আমারটা হয়ে যাবে আট
বিভ্রান্ত হয়ে উদভ্রান্ত তুমি পাবেনা খুঁজে পথঘাট।  


বলেতো দিয়েছো, ছায়া হয়ে পাশে পাশে থাকলে
সব আলো নিভিয়ে দিয়ে থাকবে চীরএকাই ভূমণ্ডলে;
আমাকে দুরে ঠেলার হোক তোমার যত শপথ বিশাল
দিব্যি করে বলছি তবু তোমার পাশে রব চীরকাল
তিমিরাবগুণ্ঠিত তোমাকে ছায়াপথের সকল নক্ষত্রালোক
একত্রিত করে তমসা বিমোচনে গড়বো আলোর গোলক।


মুখোশ পরেতো আসিনি কখনো অন্য কারো মতন করে
পাশেপাশে থেকে বাধ্য করবো যেন ভালোবাসো প্রাণভরে
জ্বলে উঠবে তুমি একত্রিত নক্ষত্রালোকের আলোক বন্যায়
আলিঙ্গন করবে আমাকে তুমি নিশ্চিত প্রশান্তির প্রত্যাশায়
যতই দূরে ঠেলো বেহায়া হয়ে তোমার পাশে পাশে রবো  
অবিনশ্বর হৃদয়ের কাছে এক অনন্ত অবিনাশী তত্ত্ব হবো।