ঔদ্ধত্যতার সীমা লংঘন করে কি করে বলতাম পাখীটারে
'যাও পাখী বল তারে, সে যেন ভোলে না মোরে' !


আমিতো জানিনা কতটুকু ভালোবাসা তোমার মন গভীরে
আমার জন্য ছিল, অথবা একদমই ছিলামনা তোমার অন্তরে!


তাইতো কখনো বলিনি  'তোমায় ভালবাসি' সাহস করে
যদিও বলবোই বলে শপথ করে বারে বারে গেছি তোমার দ্বারে!


তুমিওতো কখনো কাছে ডাকোনি, নাওনি আপন করে
বুনোনি ফুল আর 'ভুলনা আমায়' একটাও রুমাল জুড়ে।


বলনিতো কখনো 'কেমন আছো তুমি' আমার হাতটি ধরে
তাহলে কিভাবে ভাববো আমি নিরাপদে আছি তোমার অন্তরে!


তুমিওতো অহমিকার সিড়ি বেয়ে নেমে আসতে পারতে
বাধাহীন ঢুকতে পারতে জরাজীর্ণ দুয়ারের কড়া নেড়ে!!!