একটি জীবন
কতটা দাড়ি কমা মানে?
কতটা সময় বেঁধে রাখে?
কতটা কষ্ট শেষে পবিত্র হয়?
কতটা কাঁদলে নদী হয়?


একটি জীবন
কতটা অংশ ভালবাসে?
কতটা স্নেহ জড়িয়ে রয়?
কতটা ভালবাসা স্নেহ
সোনার হরফে লেখা হয়?


একটি জীবন
কিভাবে দিলে শহীদ হয়?
কিভাবে স্বপ্ন দেখলে স্বার্থক হয়?


একটি জীবন
কতটাই বা উওর জানে এসবের?
কতটা উওরই বা জীবন পথে মানে?


(১৯৯৬, লায়ন কলেজ, টাঙ্গাইল)