মাঝে মাঝে গ্রামে যাওয়া ভাল
গ্রামের মেঠোপথ, নদীর পাড়, রূপালী বালি
একটা, দুইটা, তিনটা পাখির কিচির মিচির।


পুরনো বাড়ির আঙিনা, পিতামহের স্মৃতি, কবর
মাটিতে লেগে থাকা উত্তরাধিকার
আর সবুজ পাতার ঘ্রাণ।


সহজ চোখে তাকিয়ে থাকা
সহজ সরল মানুষের আগ্রহী কথোপকথন
স্বপ্নের বীজ বোনা নতুন সকাল।


যতদূর চোখ যায় সবুজ মাঠ, নীলাভ আকাশ
হলুদ নরম রোদে একঝাঁক কালো মেঘ।
তাই, স্বপ্নের খোঁজে, মাঝে মাঝে গ্রামে যাওয়া ভাল।


(১৭/০৪/২০০৯, নারায়ণগঞ্জ)