মনে মনে হিসেব চলে,
আর জানলার ওপারের ব্যস্ত পৃথিবী
একবার কক্ষের পথে ঘুরে আসে।


একটি মানুষ না থাকলে,
কার কি এমন ক্ষতি হয়!
কেবল বেঁচে থাকা ছাড়া আর কিছু যারা করে না,
তাদের জীবনে কি এমন আসে যায়।


তবুও পৃথিবীতে রক্ত অথবা মদ নিয়ে
একটা নেশার ঘোর লেগে থাকে।
প্রতিনিয়ত লাভ-ক্ষতির হিসেব চলে
কৃতিত্ব কিংবা অমরত্বের অচেনা বাতাসে।


(০১/০৮/২০১৩, নারায়ণগঞ্জ)