ধরা যাক,
মেপল পাতার যৌবনে ভাসতে ভাসতে
সবুজ, হলুদ, কমলা, লাল, তারপর খয়েরি ধূসর দিন।

ধরা যাক,
একটানা সাঁটল-ট্রেনের মতো বইছে বাতাস
সহযাত্রী আকাশের সীমানায় ভাবনার এলোমেলো মেঘ।

ধরা যাক,
সেই রেস্তোরার কাঁচে তোমার হাসির রেখা লেগে আছে
প্ল্যাটফর্মে অপেক্ষায় শেষ ট্রেন, এদিকে হৃদয়ে নামছে সন্ধ্যা।

(৩১/০৭/২০১৩, নারায়ণগঞ্জ)