একদিন শখের লাল-সবুজ ঘুড়িটা কিনতে পারিনি
এই গল্পটা এখন বিশ-বছরের পুরানো...।


আজও পথের ধারে জানলার কাঁচে
যখন হাসে পড়ন্ত বিকেলের রোদ
দেখি একদল বালক ঘুড়ি উড়ায় দিক্বিদিক।


হঠাৎ চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে
অচেনা মনে হয় চেনাপথ, ঘাস ফড়িং
আর বিকেলের সোনা-রোদ।
----------------
(১৭/০৪/২০০৯)