পাখীর ডানায় ভর করে
যাচ্ছে দিন, হাসছে স্কুলের ব্যাগ
বই, খাতা, কলম, কম্পাস, ঠাকুরমার ঝুলি।


সমীকরণ, সরল, গণিত
পথ চলে জানালার প্রান্ত ছুঁয়ে বহুদূর।


বিন্দু, রেখা, কোণ, জ্যামিতি  
সবুজের পথে খুঁজে আকাশের নীল ।


স্যারের চশমায় আসে সকালের রোদ
ঠোঁটের কোণে ভাসে প্রশ্নবোধক হাসি!


কাচা পাকা চুলের ঢেউয়ে সম্পাদ্য, উপপাদ্য
বৃত্তেরা খেলা করে ব্যাস, ব্যাসার্ধ আর কেন্দ্র ঘিরে।


(৩০/০৬/২০০৯)