ধুলো উড়া পথের বাঁকে
চেয়ে থাক ফাঁকিবাজ কৈশোর
দূর নদীর পাড়ে হাসুক কাশফুল
আকাশের একরাশ নীল গিলে খাক নদীর ঢেউ।


অচেনা পাখির পালক পড়ে থাক
ঘুড়ির নাটাই খুবলে খাক ঘুণপোকা
ক্যানভাসের সহজ স্বপ্নগুলো, হোক দুর্বোধ্য
অবহেলায় পরে থাক ঘরের কোনে, মাউথ অর্গান।


হে আমার কৈশোর দিন
তুমি আমার স্মৃতি নিয়ে পরে থাকো একা
চারপাশে নেমে আসুক আজ; শুধুই নীরবতা।


(০২/০১/২০০৬)