এক পশলা বৃষ্টি নামে ছাঁদে
মুক্তার মতো জল জমা হয়
কাপড় শুকানোর তারে।


আকাশে উড়ে নিঃসঙ্গ মেঘ
গাছের পাখনায় লেগে থাকে
শেষ বিকেলের রোদ।


নিদ্রার গহীন ডুব-সাঁতার
আলো-আঁধারের পথে ডাকে
ঝাপসা চোখে অন্ধকার নেমে আসে।


(০৫/০৮/২০১৩)