মেঘ, পাহাড়, সবুজ গাছ
আর উড়ে চলা পাখির ক্লান্তি নিয়ে
বেঁচে থাক আরন্যক দিন।


সাদা ভাতের মতো কুয়াশার সকালে
মায়াবী অলস ঘুম-পরীরা নেমে আসুক
মহাকালের মতো দীর্ঘ আকাশ কিছুটা ব্যার্থতা খুঁজে নিক।


শরতের মেঘ-বালিকা নিঃশব্দে চলে যাক
মাতাল হাওয়ায় নেচে উঠুক মেঘনার তীর
সহজ অনুভূতির দিন শেষে, রাত্রির ঠোঁটে
লেগে থাক এক চিলতে ঋণ।


(০৮/০৯/২০১৩)