রাত্রির তৃতীয় প্রহরে
কাচের স্বচ্ছ গ্লাসে লেগে থাকা প্রতীক্ষা
ভাঁজ করা নিঃসঙ্গ রাত্রির গভীর থেকে লাফিয়ে পরে
প্রাগৈতিহাসিক বুনো হিংস্রতায়।


নিঃশব্দ রাত্রির অন্ধকারে
মনের গভীর থেকে বেরিয়ে আসে অপরাধবোধ
চেতনাকে অস্থির করে, দংশন করে, রক্তাক্ত করে।

তারপর, ভাবনাগুলো ছুটে চলে মৃত্তিকার পথে,
ক্লান্ত চোখে পরে থাকে শুধুই শূন্যতা, আদিগন্ত আদিমতাময়।


(১৫/০৯/২০১৩)