জানালার ওপারে ঘন-কুয়াশার রাত
নরম চাদের আলো গলছে মোমের মতো।


কুয়াশা আরও জমাট বেধে নামছে
চাঁদের পাহাড় ঘেরা পাইনের বনে।


দুরে কুয়াশায় ঘুমিয়ে আছে পাহাড়
জ্যোৎস্নায় নামছে ঢল, চারিদিকে স্তব্ধতা।


জোনাকি জ্বলছে, ঝরছে তারার আলো
পাতার বুকে শিশিরের মতো জমছে শুন্যতা।


(১৫/১০/২০১৩)