একটা সময়
আমি চাইতাম, রোজ সকালের শুভ্রতায়
আমার বাড়ির সামনে দিয়ে যে মেয়েটা
স্কুলে যায় লাজুক পায়ে, তার স্বপ্নকে ছুঁয়ে দিতে।


পথের বাঁকে
যেখানে পথ মিশে যেতো ঘন কুয়াশার আড়ালে
সেখান থেকেই হেঁসে উঠতো দিনের প্রথম সূর্য।


এক বৃষ্টির দিনে
সে আমার বাড়ির সামনে দিয়ে দৌড়ে চলে যায়।
আমি বলতে পারিনা, “এই মেয়ে, কিসের এতো তাড়া তোমার?
খুব ভিজে গেছ, একটু বসে যাও।”


মানুষ কি এমন হয়, কখনও
যার ঘড়ির কাঁটা সে নিজে,
সকালে একটু ধরে রাখতে চায়
আর একটু এগিয়ে দিতে চায় রাতে।


কোন একদিন
এই পথে, যদি সেই মেয়েটি আসে পথ ভুলে
তবে জেনে যাক সে, আমি আছি যেমন ছিলাম,
এক পেয়ালা চা হাতে, তার স্বপ্নকে ছুঁয়ে দিতে।


(০১/০৫/২০০৬)