ছিন্নমূল পাখীটার মতো
অবিরাম ঘুরে বেড়াই, এদিক সেদিক
সোনালী আলোর এই বৈশাখে
দেখি, নাগরিক যন্ত্রণায় ছুটে যায় ট্রেন।


ফুল-তোলা শখের রুমাল
উড়তে থাকে হালকা হাওয়ায়;
কাল-বৈশাখী ঝড়ে ঘুমন্ত ইষ্টিশনে,
ভেঙে যায় চেনা সুখ, চেনা নীরবতা।


তারপর গাঢ় একটা দিন
মেঠোপথে হেঁটে চলি, একা
হাঁটুজল নদীটার পাশে, সন্ধ্যা নামে
রাতটা নিয়ে আসে, আমার উঠানে স্তব্ধতা।


ধলেশ্বরী নদীটার শান্ত জলে
এক আকাশ অন্ধকার নেমে আসে
হালকা হাওয়ায় লেবুর বনের পাশে
ঐ দুরে পূর্ণিমার ছলনাময়ী চাঁদ উঠে।


(০৩.০৫.২০১৪)