আমাদের দীর্ঘ পথে
শহরের কোলাহল নিভে যায়
মফস্বলের মেঠো পথের বুকের কাছে
নেমে আসে সহসাই শীতল গহীন রাত্রি
শুধু থামেনা আমাদের পথচলা আর কথামালা।


চলতে চলতে
ক্রমাগত চোখের সামনে বিলীন হয় সংস্কার
পাল-বাড়ীর পুজো উথাল নদীর স্রোতে ভেসে যায়
স্বপ্নের দিনগুলি হাওয়ার ভাসতে ভাসতে প্রাপ্তবয়স্ক হয়
তারপর একদিন, আশ্বিনের হাওয়ায় স্বপ্নেরা উড়ে চলে যায়।


ভাবতে ভাবতে
আমাদের ঝাউবনে হাতে রাখা হাত
জ্যোৎস্নায় হাবুডুবু রাতটা স্মৃতির দেশে নাম লিখায়
নিতান্তই কৌতুহলে রোদ্রের আস্ফালনে উত্তাল গল্পের শেষটা
ধুলো-ধোঁয়ায় ক্লান্ত বিকেলে, নিস্তব্ধ জীবনের কথামালায় হারিয়ে যায়।


(২১/০৬/২০১৪)