চায়ের কাপে সকালের রোদ আসুক
আলসেমি রোদে, গাছের ছায়াটা দীর্ঘ হোক।


তোমার কাঁচের চুড়ি করুক ঝন ঝন ঝন
সেফটিপিন, শাড়ির-আঁচল ঘিরে থাকুক মন।


পৃথিবী বালু-ঘড়ির কাটায় সময় পারি দিক
দুপুর গড়িয়ে বহুদুর পথে বিকেলটা, ছায়া খুঁজে নিক।

মেঠোপথ গ্রামটা পায়ের কাছে পড়ে থাক
রাতের আলোয় নদীটা জ্যোৎস্নায় খুঁজে পাক।


মাথার উপর আকাশের মেঘ কেটে যাক
আজ জ্যোৎস্নায় উদাসী মানুষ সুখ খুঁজে পাক।


(২৬।০৬।২০১৪)