জানালায়
দিনের আলো নিভে যায়
আকাশে উড়ে আসে, কালোমেঘের দল।


চারপাশে
একটানা আষাঢ়ের বৃষ্টি আসে
গলির মোড়ে, বড় রাস্তায় নামে স্রোতের ঢল।


বারান্দায়
পাখীদের ছোট ঘরে, কিচির মিচির
বৃষ্টির ঝপটায়, ছোট বুকে ছোট ছোট আশা।


বিকেলের
মৃদু আলোয় আলতো পায়ে, আমার মেয়েটা
একমনে বৃষ্টিকে মুঠোবন্দি করে, একা একা।


বৃষ্টি শেষে
ভেজা ছাদে হেঁটে হেঁটে, বাতাসের মিছিলে
কাগজের নৌকা ভাসায় মেয়েটা, স্বপ্নের সীমানায়।


(৩০/০৬/২০১৪)