অসিউর নেই
রেজাউল নেই
প্রদীপ নেই
কোথায় নেই?
কোথাও নেই?


এভাবেই শরীর ধ্বংস হয়ে যাওয়াই কি শেষ?
বাকির খাতায় কি কিছুই থাকে না?
থাকে,
থাকে আমাদের মনে
আমাদের মনের মধ্যে ওরা আছে
ওরা থাকবে যতদিন আমরা আছি।


তারপর?
একদিন আমি নেই, আমরা কেউ নেই।
ওরাও নেই।
আছে অন্য কেউ
যারা জানে না
একদিন সব হারাতে হয়।
হারাতে হয়, নিজেকেও
শেষ নিঃশ্বাসে...।


(উৎসর্গঃ আমার স্কুলের সহপাঠী বন্ধুরা (অসিউর, রেজাউল, প্রদীপ) যারা গত হয়েছেন)