সযত্নে বেঁচে থাকা শরীর
একদিন খুঁজে নেয় অপারেশন থিয়েটার
মৃত্যু ভয়ে ভীত কেউ কেউ ঘুমাতে ভয় পান।


জানলার ওপাশে
একাকি শঙ্খচিলের মতো
সময় পথ পারি দেয়।
সবুজ পাতা ক্রমাগত হলুদ
হতে হতে ঝড়ে যায়।
দূর পাহাড়ের গায়ে মেঘমালা
বাতাসে বৃষ্টির ঘ্রাণ।
জীবন যেন প্রবাহমান নদী,
হৃদয় একটি অভিমান।


(০৪।০৭।২০১৩)