একদিন, অহংকার
শরীরে জড়ানো আচ্ছাদনের মতো খসে পরে
অবসন্ন বিকেলের আকাশে উড়ে একাকী শঙ্খচিল
দূর গাঁয়ের পথে শ্রাবণের বৃষ্টিতে ভিজে বিষণ্ণ হৃদয়...


একদিন, হতাশায়
চোখ-ভরা ঘুমের জড়তা নিয়ে সারাদিন চেয়ে থাকি
দেখি মাথার ওপর দিয়ে উড়ে যায় কালিদাসের মেঘ
আর রোদ-উৎসবে পুড়ে যায় একাকী শীতলক্ষ্যা নদী...


(০১।০৭।২০১৩)