গ্রামের হাট ভাঙে
নদীর পাড় ভাঙে
কিছুই জমা থাকেনা,
দীর্ঘশ্বাস ছাড়া।


ঢালাও বর্ষণ উপেক্ষা করে
নির্বিকার পথ হাটি আমি।


মনে মনে ভাবি,
আমি জানি, আমি কি জানি না?
তাই প্রতিদিন ভাবনায় আছি।


তুমি জান না যে, তুমি কি জান না!
তাই অবিকল ভাল আছ তুমি।


(২২।০৬।২০১৩)