প্রদীপ, তোর আত্মহত্যার পর
আমাদের যাবতীয় পরিকল্পনা ছুঁড়ে ফেলে
মেঘশূন্য দুপুরের রোদে ঘেমে একত্র হলাম।


চায়ের দোকানে তুমুল তর্ক-বিতর্ক হল
চূড়ান্ত মুহূর্তে কেউ কেউ চোখের জল সামলাতে ব্যার্থ হলো।
আমি জানি,
আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলে
তুই বিতর্কটাকে মধ্যাকর্ষণ শক্তির মতো
তোর নিজের দিকে টেনে নিতে পারতি...!


জানি, তর্কের প্রয়োজন কখনই ফুরিয়ে যায়না
তবুও “তোর সাথে আর তর্ক হবে না”
এই ভেবে, আমরা সিগারেটে আগুন ধরালাম
ধোঁয়ায় ধোঁয়ায় পরিচিত সন্ধ্যাটাও নামলো।


সেদিন হৃদয়ে, যে শূন্যতাটা নামলো
তাকে আর কোনদিন, মুছে ফেলা গেলো না...!


(১৪।০৬।২০১৩)