এলো চুল উড়ছে, শাড়িও উড়তে থাক
রাতের বাতাসে হাসনাহেনা সুগন্ধ ছড়াক।


গাছের ডালে চেনা পাখীদের আবাস,
শান্তি খুঁজে পাক
রেলের লাইন ধরে রাতের ট্রেন,
শহরের শেষ সীমায় চলে যাচ্ছে, যাক।


খরচ হয়ে যাক,
ঘড়ির কাটায় এই রাত!


(১২।০৬।২০১৩)