একদিন, ছুটি আসে
আলসেমি ঘরে...
টুথপেস্ট লেগে থাকে
টুথব্রাশে একা...
বাথরুমে টুপ টাপ
একটানা জল পরে...


যুবকেরা আয়েশ করে
সিগারেট ফুঁকে...
রিং করে ধোঁয়া ছুড়ে
কাছে কিংবা দূরে...


কোলাহল থেমে যায়
চেনা রাস্তায়...
বুকের স্তব্ধতা নিয়ে
বসে থাকে মাঠ...
আকাশ এসে দাড়ায়
আকাশের পথে...


টিকটিকির লেজ হটাৎ
খসে পরে...
জীবনের লাটিম একা  
ঘুড়ে রোদ্দুরে...


(২৮।০৫।২০১৩)