দুই হাজার তের সালের পঞ্চম মাসের আঠারতম দিনটা
ফুরিয়ে যাক খেয়া ঘাটের শেষ কুলিটার বিড়ির নীল ধোঁয়ায়
ধুলো জমা কাঁচের জানালায় জমে থাক, ঘুম ঘুম হাবুডুবু অন্ধকার...


পরিত্যক্ত শহরের মাতাল সোডিয়াম জোৎস্নার আলোয়
লাল নীল হলুদ বেগুনী তরল কিংবা স্বচ্ছ ভোগের চূড়ান্ত সীমানায়
একঘেয়ে, দীর্ঘ, ক্লান্তিকর পুনঃরাবৃত্তি নিয়ে, যারা বেঁচে আছে, বেঁচে থাক...


(১৮।০৫।২০১৩)