শিশুর জন্য ছুড়ে দেয়া উড়ন্ত চুম্বন
আর দুরন্ত ভালবাসায় ভাসতে থাকে
আমার সকাল বেলার আবেগ;


সূর্য দীঘল একটা দিন
নিমিষেই মিলিয়ে যায়,
গহীন ঘন কুয়াশায়।


জলপাই বনের পাতায়
লেগে থাকা স্বপ্নগুলো
বিকেলেই ফিকে হয়ে যায়।


আগুনে আগুন ঘষে
আগুন বাড়াতে চাই;
তবু দেখি বুকের পাশে
এক মাতাল সমুদ্রের গর্জন।


একদল ভয়ংকর দুঃস্বপ্ন,
রাতের নির্জনে মস্তিষ্কে
সীমাহীন জাল বিস্তার করে।


বুকের ভেতর কিছুটা দীর্ঘশ্বাস
স্থান দখল করে নেয়,
ঠোঁট ছুঁয়ে থাকা নিঃসঙ্গতাকে
ধোঁয়ার ভাষায় অনুবাদ করে; একটি সিগারেট।


জানি, একদিন গিলে খাবে
এইসব ভাবনা, আমাকে তোমাকে।


জানি, একদিন তেপান্তরের পথকে
চেটে-পুটে খেয়ে নেবে, দুপুরের রোদ।


২৫।১০।২০১৪