মা হাঁসটা দীঘির জল 'পরে
ছানার লাগি দুশ্চিন্তায় মরে;
সজাগ মনে ছোট্ট সে ছানারে
পাখার নীচে রাখে আগল করে।


চতূর্পাশে শেওড়া জমা তার,
ঢোঁড়া সাপে খুঁজেছে খাবার-
একটা যদি সুযোগ মেলে তার,
ছানার বুঝি রক্ষা নাই আর।


ডাঙার ‘পরে করেছে পায়চারী
গোটা দু'য়েক নোকুলে শিকারি;
ছানার লোভে ইতিউতি চায়,
সুযোগ পেলে আর রক্ষে নাই।


আকাশেতে উড়েছে বাজপাখি-
নখগুলি তার তীক্ষ্ণ ক্ষুরধার;
ছানাটারে করেছে নিশানা-
উড়েউড়ে জানায় বারেবার।


মা হাঁসটার বিবিধ শংকায়
মনে আমার ভর করে ভাবনা-
চতুর্দশী কন্যে আমার ঘরে
চতুর্দিকে কতনা হায়েনা!