#উচ্চ মাধ্যমিক পাস করার পর হাতে
একটা ছোট্ট ছবি চলে এলো; ছবির
রুপ-লাবণ্যে পুরাই ক্রাশ খেয়েছিলাম-
আজি সেই স্মৃতিচারণ করিলাম#



পকেটে রূপসী ছবি- আঁতুড়ে বালক
ক্ষণে ক্ষণে দেখে তাঁরে বুলিয়ে দুচোখ;
দেখে ঠোঁট, স্মিত হাসি, সুদীপ্ত ললাট,
পুলকিত অবয়বে করে সুখপাঠ;
সবুজ আঁখির পরে ফেলিয়া পলক
সবিস্ময়ে চেয়ে থাকে আঁতুড়ে বালক।
উদাসী মনের বনে শিহরে পবন-
প্রিয়ার পরশ যেন থাকে সারাক্ষণ!


গোধূলি লগণে যবে লুকায় সুরুয,
কোমল জ্যোৎস্না ভেজা হৃদয় অবুঝ
কল্পনায় এঁকে দেয় প্রিয়ার আকার-
অপার লাবণ্যে যেন ভেসে একাকার।  
রূপসী ছবিটি কার কিছু জানা নাই-
সহসা পর্দায় হাসে ঐশ্বরিয়া রাই!


   -- রচনা ৩ জুলাই ২০১৭