শাখায় শাখায় পাখি গান গায়,
ঘন কিশলয়- দারু বাগীচায়
মরমর স্বরে ডাকিছে আমারে-
'ইটের শহরে থাকিস, আহারে!
আয় ফিরে গাঁয়, প্রশান্তির নায়
ভেসে যাবি আয় নীল যমুনায়'।


শীতের দুপুরে মাঠে-প্রান্তরে
সবুজ চাদরে ঝলমল করে
স্বর্ণালী রোদ- আয়রে অবোধ-
'কর রে  প্রমোদ; স্নিগ্ধ শারদ
পাবি রে কোথায়, আয় ফিরে গাঁয়-  
ধানের ডগায় চাদর বিছায়'।


সবুজ বরণ ঘন আবরণ
দোলায় পবন- জুড়ায় নয়ন;
শীতল সমীর বুলায় শরীর,
প্রভাতে শিশির ঝরে ঝির ঝির!
'আয় ফিরে আয় শ্যামল এ গাঁয়-
হিম কুয়াশায় শরীর ভেজায়'।