সাগর 'পরে বিরাট টাইটানিক
ছোট্ট নায়ে'র করে তিরস্কার-
‘তুচ্ছ তোরা ক্ষুদ্র অতি, ধিক!
সাহস কত সাগরে ভাসবার!‘


ওমনি এলো বরফখণ্ড ছুটে-
আঘাত হানে টাইটানিকের পিঠে;
ধীরে ধীরে ডুবল তা সাগরে,
ছোট্ট নায় এলো তা উদ্ধারে।


কেউ জানে না বিপদ কখন আসে-
ঘোর বিপদে দুষ্টজনে হাসে;
এই জগতে সে জন সবার বড়
বিপদকালে যেজন থাকে পাশে।


ক্ষুদ্র বলে নয় রে অবহেলা -
'বড়ত্ব' এর নয় রে অহংকার;
মহাবিশ্বের এমন লীলাখেলা-
মরণ কভু দেখে না সম্ভার!