উদ্ভ্রান্ত এই আমি পেলাম বারতা-
'আজি হতে প্রণয়ের সবি সমাপন;
উভয়ের ভাবনাতে প্রকট বৈরিতা,
সমঝোতায় তিক্ততা-ক্ষুব্ধ করে মন'।


মধুর প্রথম ক্ষণ ভুলেছি দুজন-
আতশি কাচের নিচে ধরি ভুলগুলি;
মেঘেরা আড়াল করে সোনালি অরুণ,
তেমনি আড়ালে রাখি সুখ-স্মৃতিগুলি।


এমনি অসুখী দ্বয়ে, শেষ পরিণাম!-
বিচ্ছেদ ব্যতীত তার নেই সমাধান;  
জেনেও বারতা তবু করে হতোদ্যম,
মনের গভীরে ওড়ে ঝড়ের নিশান।


বিদায়ের ক্ষণে চলে অনুসন্ধান-
সংসারে বিষাক্ত অশান্তি কেমনে!-
ক্ষুদ্র অভিমান নাকি নিয়তি বিধান;
বিচিত্র অনুযোগ ভাসে দু’নয়নে।
  
জীবনের বাঁকে বাঁকে স্বাধীন চেতনা
যখনি খামচে ধরে অপরের হাত,
তখনি সৃজন যত ‘দ্বিমত’ যাতনা-
সংসারে সর্বক্ষণে বাড়ে সংঘাত!


  -- রচনা, ৩ আগস্ট ২০১৭।