অসুখ, অসুখ, অসুখ এ মনে
সুখেরই লাগি এখানে-ওখানে
ছুটেছি আকালে, সকালে বিকালে-
সুখ যদি মেলে অসুখীর এ ভালে!
কত ঝিল-মাঠ, মন্দির-হাট,
শহর-নগর, বন্দর-ঘাট
খুঁজিয়া মরেছি একূল-ওকূল;
তবুও ফোটেনি সুখের মুকুল।
সুখের আশায় উতলা হিয়ায়
পূর্ণ জনম দিয়েছি ভাসায়!


জীবনের শেষে অন্তরে বসে
মরমের বোধ তির্যক হেসে  
কহিল অভাগা, 'সুখ ও অসুখে
বিভেদ শুধুই ভাবনার চোখে।
দেখেছ কি শিশু কত হাসে-খেলে?-
সুখের আশায় হাসিতে না ভোলে,
সুখ নাহি খোঁজে, তাই রয় সুখে।
সুখেরই লাগি এ কোন অসুখে
ভুলেছ সে হাসি, ভুলেছ সে খেলা-
সুখের আশায় কেটেছে কু-বেলা।
সুখেরই ভাবনা দিয়েছে যাতনা-
অসুখের তাই সদা আনাগোনা'!


   -- রচনা, ০১ আগস্ট, ২০১৭।