বিবিধ ভাবনা মোরে বাঁধে সারাক্ষণ-
মানুষের জীবনের বিচিত্র ধরণ;
কত না প্রভাবশালী ধনী মহাজন-
মুহূর্তেই দারিদ্রতা করেছে বরণ!
বহু রাজা লভিয়াছে দাসের জীবন-
কভু বা দাসের ভালে জুটেছে রাজত্ব;
যাহার অধীনে আজ করম পালন,
কাল সে বা হতে পারে তোমারি অধঃস্থ!    


আজ যার যৌবনের ঝাঁঝালো সুদিন-
সুঠাম সুডৌল দেহ- সুদর্শনা অতি;
আসিছে বার্ধক্যে তিনি দুর্বল প্রবীণ-
ভগণ শরীর- ন্যুব্জ, ভীষণ দুর্গতি।
ক্ষণিক ঐশ্বর্যে তাই না করি বড়াই-
সমুখে অদৃশ্য কত অজানা লড়াই।